শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির আসন্ন নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের নিচতলায় রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন চেয়ার, মো মাসুদ রানা ছাতা, মহিউদ্দিন তালুকদার তালগাছ প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর সভাপতি প্রার্থী দেলোয়ার হোসেন বাজারে প্রচারণা চালিয়েছেন। এছাড়া মো. মাসুদ রানা তার প্রাপ্ত প্রতীক ছাতা নিয়ে ব্যবসায়ীদের মাঝে প্রচারণা অব্যাহত রেখেছেন।
এছাড়া সাধারণ সম্পাদক প্রার্থী শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেমস গ্যালারীর মালিক জয়নাল আবেদীন মৃধা মোরগ ও উর্মী সুজের মালিক শেখ মজিবর রহমান আনারস প্রতীক পেয়ে প্রচারণা চালাচ্ছেন। যুগ্ম সম্পাদক পদে জসিম রহমান প্রজাপতি, জহিরুল ইসলাম হরিণ, মো.জুয়েল গরু, মো.শাহিন জাহাজ প্রতীক, আর আইন শৃঙ্খলা সম্পাদক প্রার্থী রোকন তলোয়ার,আলআমিন সূর্যমুখী ফুল, ফরহাদ শেখ তালগাছ প্রতীক , অর্থ বিষয়ক সম্পাদক জানে আলম টিপু গোলাপ ফুল, মো.মনির হোসেন তালাচাবি, ক্রীড়া সম্পাদক পদে তানভীর হোসেন ফুটবল, শাকিল শেখ ক্রিকেট ব্যাট প্রতীক পেয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন।
ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১,০৫৪ জন। চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম।
(এআই/এএস/অক্টোবর ০৫, ২০২৫)