ভাঙ্গায় আলোচিত জাকু হত্যা মামলার আসামি উসমান খা র্যাবের হাতে গ্রেপ্তার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত জাকু মাতুব্বর (৫৫) হত্যা মামলার আসামি উসমান খা (৩৫)’কে মাদারীপুরের কুনিয়ার হাট এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৮ এর সহযোগিতায়, মাদারীপুর সদর থানাধীন কুনিয়ার হাট এলাকায় অভিযান চালিয়ে জাকু মাতুব্বর (৫৫) হত্যা মামলার এজাহার নামীয় আসামি উসমান খা (৩৫) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত উসমান খা (৩৫) ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের বালা খা এর ছেলে বলে জানা গেছে।
রবিবার (৫ অক্টোবর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোনাখোলা এলাকায় গ্রাম্য আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে এক সালিশ-বৈঠকে নৃশংস হামলায় জাকু মাতুব্বর (৫৫) নিহত হন। এই হত্যা মামলার আসামি উসমান খা (৩৫)'কে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ও র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল।
তিনি আরও জানান, গত ২৮ সেপ্টেম্বর বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে কুতুব (৪৫) নামক এক ব্যক্তির ভ্যান নেওয়া সংক্রান্তে সোনাখোলা এলাকায় একটি গ্রাম্য সালিশ বসে। সালিশ চলাকালীন সময়ে উসমান খা (৩৫) সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ বেআইনি জনতাবদ্ধে অতর্কিতভাবে সালিশে উপস্থিতদের ওপর হামলা চালায়। এই বর্বর হামলায় জাকু মাতুব্বর (৫৫) মারাত্মকভাবে আহত হন এবং পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে রয়েছেন শাহালী মাতুব্বর (৬০), সুমন মাতুব্বর (৩০), রোমান মাতুব্বর (১৬), বিজয় মাতুব্বর (১৬), মেহেদী মাতুব্বর (২২), সাদ্দাম মাতুব্বর (২২), উজ্জল মাতুব্বর (২৩), সাহবুদ্দিন মোল্লা (৩৫), রাকিব মাতুব্বর (২৫) এবং ইলাহী মাতুব্বর (৪৫) প্রমুখ। এ ঘটনার পর নিহত জাকু মাতুব্বরের স্ত্রী বাদী হয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ১৪, তারিখ- ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং. ধারা- ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ৫০৬(২), ১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মামলাটির এজাহারনামীয় আসামি উসমান খা'কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এছাড়া, গ্রেপ্তারকৃত আসামি উসমান খা'কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব-১০ এর মিডিয়া বিভাগের ওই কর্মকর্তা।
(আরআর/এএস/অক্টোবর ০৫, ২০২৫)