কুমার নদে গ্রামবাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা

আবু নাসের হুসাইন, সালথা : প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী কুমার নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে সালথা উপজেলার যদুনন্দী ও বোয়ালমারী উপজেলার কালিনগর বাজারের মাঝে কুমার নদে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে মেলা কমিটি।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে হাজার হাজার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকজন কুমার নদের দুইপাড়ে ভীড় জমান।
বিকেল ৪টা থেকে শুরু হয়ে সাড়ে ৫টা পর্যন্ত ৫টি বাচারি নৌকা কয়েক দফায় বাইচ প্রতিযোগিতা করে দর্শকদের মনোমুগ্ধ করেন।
নৌকা বাইচ ঘিরে নদের দুইপাড়ে বাজারে বিভিন্ন ধরনের মাটির খেলনার পাশাপাশি মিষ্টি জাতীয় খাবার এবং বিনোদনের অস্থায়ী দোকান বসে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয় অর্জনকারী কাশিয়ানী হোগলাকান্দির গিয়াস উদ্দিনের ৮০ হাত লম্বা বাচারি যুব এক্সপ্রেস প্রথমস্থান অধিকার করে। তার হাতে পুরস্কার তুলে দেন মেলা কমিটি।
(এএন/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)