আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে আদালতে ও ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান- উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার আইয়ুব আলী মৃধা (২০), আবদুল্লাহ সরদারসহ (১৯) তাদের অপর এক সঙ্গি।

ওই গৃহবধূ তাদের প্রস্তাবে রাাজি না হলে গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গৃহবধূর বাড়িতে তাকে একা পেয়ে গৃহবধুর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে মুখ বেঁধে সঙ্গিদের সহযোগীতায় জোরপূর্বক ধর্ষণ করে আবদুল্লাহ সরদার। গৃহবধূর আর্তচিৎকারে স্থানীয়ারা এগিয়ে আসলে ধর্ষক ও তার সঙ্গিরা পালিয়ে যায়।
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধাকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।

(টিবি/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)