তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি আজ রবিবার দুপুরে শহরের বেদগ্রাম লিংক রোডে’র নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

তারুণ্যের অহংকার তারেক রহমানের ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’ এ শ্লোগানকে ধারণ করে আমি দীর্ঘদিন গোপালগঞ্জ-০২ আসনের বিভিন্ন এলাকায় ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি। প্রচার প্রচারণা চালিয়েছি। সর্বত্র তরুণ্যের জয়-জয়কার দেখছি। আমাকে নিয়ে জনগনের আগ্রহ দেখে আমি প্রার্থী হতে অনুপ্রাণিত হয়েছি।

তিনি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।দল এটিকে মূল্যায়ন করবে। তাকেই গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় তিনি এ আসনের যুবকদের বেকারত্ব নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, কৃষিকে আধুনিকায়ন, শিক্ষা, চিকিৎসা ও আইসিটির উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)