রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।

আজ রবিবার দুপুরে উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাংশা-নাদুরিয়া ঘাট সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাট্টা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: ইসলাম মন্ডল এর সভাপতিত্বে বিক্ষোভ, মানববন্ধনের উপস্থিত ছিলেন সভাপতি মো: নিরু মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মো: ইয়াকুব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো: সুজন মোল্লা সহ শতাধিক নারী পুরুষ।

এ সময় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সুজন মোল্লা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পাট্টা ইউনিয়নের কিছু নামধারী বিএনপি আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে এলাকায় লুটপাট ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। গত ৩ অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হারুন অর-রশীদ এর ফেস্টুন ছিড়ে ছিড়ে ফেলে সুমন বিশ্বাস। এ সময় আমরা এগিয়ে গেলে সুমন বিশ্বাস আমাদের উদ্দেশ্য করে বোমা বিস্ফোরণ করে। এতে আমাদের একটি ছেলে আহত হয়। অথচ ওই সুমন বিশ্বাস আমাদের নামে থানায় বিস্ফোরক আইনে মামলা করেছে।পুলিশ তদন্ত ছাড়াই এই মামলা এন্ট্রি করেছে। আমরা এই মামলা প্রত্যাহারের দাবী জানাই।

পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন বলেন, লিখত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে মামলা রুজু হয়েছে। ভুক্তভোগী সুমন বিশ্বাস বাদী হয়ে ৭ জন কে আসামী করে এই মামলা করেছে। এই মামলা এজাহার ভুক্ত একজন আসামী গ্রেফতার হয়েছে।

(একে/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)