এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত

আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া-খুলনা এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আজ রবিবার সকালে সিরাজদিখানের চালতি পাড়া জান্নাতুল ফেরদৌস কবরস্থান সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রবিবার সকাল ৮টার দিকে ঢাকা মাওয়া খুলনা এক্সপ্রেসওয়ের চালতি পাড়া এলাকায় মাওয়ামুখী লেনে দাড়িয়ে থাকা হানিফ পরিবহনের বাসটির পেছনে দ্রুতগতির ইমাদ পরিবহনের একটি বাসের সজোরে ধাক্কা লাগে। এতে হানিফ বাসের পিছনটি দুমড়ে মুছে যায় এবং বাসটির হেল্পার সিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহতের নাম শরীয়ত উল্লাহ (২০)। তিনি পিরোজপুর জেলার গাজীপুর উপজেলার হরিনা গ্রামের জামাল হোসেনের ছেলে।
(এআই/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)