স্বতন্ত্র অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড চাই
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে কর্মসূচি

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণসহ ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষকরা।
আজ রবিবার প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এই দাবি জানান।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের জন্য পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪ শতাংশ। যৌক্তিক পদসোপান না থাকায় দীর্ঘ ৩২ থেকে ৩৩ বছর চাকরি করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। এই বৈষম্য দূর করতে এবং মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে তারা ৫ দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষক সমিতির ৫ দফা দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ (চার) স্তরীয় পদসোপান সৃষ্টি। আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা। বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন। বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, জাতীয় শিক্ষা কমিশন-২০০৩ ও জাতীয় শিক্ষা নীতি-২০১০-এ মাধ্যমিক শিক্ষার জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠার সুপারিশ থাকলেও তা এখনো আলোর মুখ দেখেনি।
এছাড়া, সহকারী শিক্ষকের পদটি ১৯৭৩ সালের পে-স্কেল অনুযায়ী সমমর্যাদার অন্যান্য পদ ইতোমধ্যে ৯ম গ্রেডে উন্নীত হলেও সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের পদটি বৈষম্যের শিকার।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা নুরুল ইসলাম, মোহাম্মদ জয়নুল আবেদীন, জামাল উদ্দীন, মো. কামরুজ্জামান, শায়লা নাছরিন শাওন ও গাজী আজিজুর রহমানসহ অনেকে।
এসময় শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে চাকরিবিধি মেনে মানববন্ধন, মহাসমাবেশ আয়োজনসহ নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করা হবে।
(এসএ/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)