স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : ৭ দফা দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। আজ রবিবার সকালে এই কর্মসূচি পালন করা হয়।

জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি যশোর জেলা এবং খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিতের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এসময় জাগপা নেতৃবৃন্দ যশোরের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের কাছে তাদের ৭ দফা দাবিসমূহ তুলে ধরেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার, প্রচার সম্পাদক শাহাজাহান মল্লিক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, এবং জাগপা নেতা মঞ্জুর রহমান, রাজু মোল্লা, ফয়সাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

(এসএ/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)