স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে অন্যরকম বিশ্ব শিক্ষক দিবস পালন করলো যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট। শিক্ষকদেরকে সম্মান জানাতে বিশেষ এই দিবসটিতে তাদের ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান এবং কেক কাটার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

আজ রবিবার প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির আলোচনা করেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার।

এসময় তিনি বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষা এবং সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি থাকে তারা হলেন শিক্ষক। শিক্ষার্থীদের ব্যক্তি জীবন ও ক্যারিয়ার গঠনে শিক্ষকদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।

সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. ফিরোজা বেগম। নান্দনিক এই আয়োজনের জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোছা: মেহেরুন্নেসা, নাসরিন আক্তারসহ অন্যান্যরা।

পবিত্র কুরআন ও শ্রীমদভগবদ গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য, কবিতা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করা হয়। ছাত্র-শিক্ষকদের নিয়ে নাটিকা পরিবেশন করেন নার্সিং ছাত্রীরা।

সঞ্চালনা করেন নার্সিং ছাত্রী সুরাইয়া আক্তার ইভা ও জারিন তাসনিম। সবশেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

(এসএ/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)