যশোরে ৯ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোর শহরে নির্মাণাধীন একটি নয়তলা ভবন থেকে নিচে পড়ে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলের দিকে শহরের খড়কি রূপকথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আজগর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খড়কি রূপকথা মোড়ে অবস্থিত ‘একসেনচিউর নীলাচল টাওয়ার’ নামে নির্মাণাধীন নয়তলা ভবনে রড মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন সাজ্জাদ হোসেন। বিকেল ৪টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্মাণকাজে সুরক্ষার ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
(এসএ/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)