দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৬ অক্টোবর থেকে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : দক্ষিণাঞ্চলের বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল এই পাঁচ জেলার সাতটি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ৩ দফা দাবি আদায়ে সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
আজ রবিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সাথে বৈঠকের পর পরিবহন মালিক সমিতির নেতারা এই স্থগিতের ঘোষণা দেন।
বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চালচল বন্ধের দাবিতে ৭টি পরিবহন মালিক সমিতি এই পাঁচ জেলার মহাসড়কের উপর দিয়ে রাজধানী ঢাকা ও মোংলা বন্দরের সাথে চলাচলকারি ৪৮টি দূরপাল্লার রুটসহ আন্তজেলা সড়কে পরিবহন ধর্মঘট পালনের এই ঘোষণা দেন। অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের এই ঘোষণায় বিপাকে পড়েন এসব রুটে চলাচলকারি যাত্রীরা। বাগেরহাটের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বিষয়টি নিয়ে শনিবার বিকেলে এসব জেলার পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমাধোনের আশ্বাস দিলে তারা ১০ দিনের জন্য অনির্দিষ্টকালের এই ধর্মঘট স্থগিতের কথা জানান।
রবিবার বিকালে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা এতথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটের জেলা প্রশাসক আমাদের তিন দফা দাবি আগামী ১০ দিনের মধ্যে সমাধোনের আশ্বাস দেয়ায় আমারা অনির্দিষ্টকালের এই ধর্মঘট স্থগিত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে দাবী মানা না হলে সংবাদ সম্মেলন করে দক্ষিণাঞ্চলের এই পাঁচ জেলায় স্থগিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের তারিখ জানিয়ে দেয়া বলে জানান তিনি।
(এস/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)