সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইদের হামলায় কালাম খান (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। এসময়ে কালাম খানের ভাই ভাই লুৎফর খানও গুরুতর আহত হয়েছে।

শনিবার (০৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কালাম খান উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী ওরফে কালু খানের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, মোরেলগঞ্জ উপজেলার ছোট জামুয়া গ্রামে বংশের সোহেল খান ও নিহত কালাম খান সম্পর্কে চাচাতো ভাই হলেও দুই পরিবারের মধ্যে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে শনিবার (০৪ অক্টোবর) রাত ৯টার দিকে সোহেল খানদের হামলায় কালাম খান ও তার ভাই লুৎফর খান গুরুতর আহত হয়। তাদের মোরেলগঞ্জ হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কালাম খানকে মৃত ঘোষনা করেন। নিহতের ভাই লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়না তদন্ত বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

(এস/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)