সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনের মধ্যে সেনা ক্যাম্পের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা সদস্য (কাপড় ছাফাইকারি ধোপা) নিহত মো.হাসিব মৃত্যু হয়েছে।

আজ রবিবার দুপুরে আকস্মিক এই দুর্ঘটনার পর দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান রাতে জানান, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে সেনা সদস্য (কাপড় ছাফাইকারি ধোপা) মো. হাসিব জামাকাপড় দড়িতে টানাতে গেলে প্রথমে পাশের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে অপর সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

(এস/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)