সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিএনপি‘র  মনোনয়ন প্রত্যাশী কাপাসিয়া উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি‘র সদস্য মো.সাখাওয়াত হোসেন সেলিম ব্যাপক গনসংযোগ করছেন। তিনি প্রতিনিয়ত কাপাসিয়ার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ অব্যাহত রেখেছেন। এছাড়া প্রবীন ত্যাগী বিএনপির নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের কবর জিয়ারত করছেন। এছাড়া উপজেলার বিভিন্ন সমজিদে নামাজ আদায় করে মুসুল্লিদের দোয়া ও সহযোগিতা কামনা করছেন। 

সাখাওয়াত হোসেন সেলিম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই তার রাজনৈতিক পরিকল্পনা নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করে চলছে তা প্রচারণা।

এলাকার সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপনে উদ্যোগ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় কথাও থাকছে তার প্রচার প্রচারণায়। সেলিম ইতিমধ্যে সাধারণ মানুষের দৌড়ঘোরে পৌচ্ছে গেছেন বলে এলাকার অনেক সাধারণ ভোটারদের দাবী।

তিনি গনসংযোকালে বলেন, হাই কমান্ড যদি তাকে মনোনয়ন দেন তবে ধানের শীষ মার্কা নিয়ে উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করবেন এবং বিজয়ী হবেন বলে আশাবাদীবাদ প্রকাশ করেন।

(এসকেডি/এএস/অক্টোবর ০৬, ২০২৫)