মা ইলিশ রক্ষা অভিযান, জাল ও ইলিশ মাছ জব্দ

একে আজাদ, রাজবাড়ী : মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে পরে ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছেন। এ অবস্থায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
এর আগে গত রবিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ এবং সদর উপজেলার সূর্য্যনগর বাজার থেকে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে দৌলতদিয়া ৬ নং ফেরী ঘাট থেকে শুরু করে চর কর্নেশন, চর মজলিশপুর, ধোলায়ের চর, কলাবাগানের চ্যানেলসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারকে ধাওয়া দিলে জেলেরা ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। ওই ট্রলার থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ এবং ট্রলারটি জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে এসে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দকৃত ২ কেজি ইলিশ গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অপরদিকে সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর রেলগেট এলাকা থেকে বিক্রির সময় ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ পার্শ্ববর্তী মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলা এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে কিছু পাওয়া যায়নি।
(একে/এসপি/অক্টোবর ০৬, ২০২৫)