আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রার ২৫ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বরিশালে। জেলার ১০টি উপজেলায় এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭১৫ জন এ টিকা কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ এলাহী।

তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ১২৫ জন এবং বরিশাল মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জন টিকার আওতায় আসবেন। টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বরিশাল সিটি করপোরেশন এলাকার সব কেন্দ্রসহ জেলার ৪ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানে। সূত্রে আরও জানা গেছে, চলতি বছর জেলায় ১ হাজার ৭৫৬ জন টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন। তাই গণটিকাদান কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বরিশাল জেলা ও মহানগরীতে টাইফয়েড সংক্রমণ অনেকাংশে হ্রাস পাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (কোল-চেইন)

ডা. নেয়াজ হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিক্যাল অফিসার ডা. মো. হুমায়ুন কবির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেহেদী হাসান জাকির প্রমুখ।

সভায় বক্তারা জানিয়েছেন, টাইফয়েড প্রতিরোধে ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের জন্য আগামী ১২ অক্টোবর থেকে ফ্রি টিকাদান কর্মসূচি শুরু করা হবে। তারা আশা প্রকাশ করেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত সময়ে টিকা প্রদানের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

(টিবি/এসপি/অক্টোবর ০৬, ২০২৫)