ফরিদপুরে দুইদিনেও খোঁজ মেলেনি কলেজ শিক্ষার্থী মারিয়ার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মারিয়া ইসলাম (১৮) গত রবিবার (৫ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুজি করে মারিয়াকে না পেয়ে ও তাঁর সাথে থাকা মোবাইল ফোন দুইটি বন্ধ থাকায় ওইদিন সন্ধ্যায় ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থী মারিয়ার পরিবারের সদস্য রাবেয়া খাতুন (৫৩)।
আজ সোমবার ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজের পরিবার জানায়, দুপুর ১টার পরে ফরিদপুরের গোয়ালচামট বাসস্ট্যান্ড অথবা ভাঙ্গা রাস্তার মোড়ের পানি উন্নয়ন বোর্ডের সামনে বাস থেকে নামার পর মারিয়া তার মাকে ফোন দিয়ে জানিয়েছিলেন যে, তিনি বাস থেকে নেমেছেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই।
মারিয়ার গ্রামের বাড়ি রাজবাড়ীতে। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে অনার্য প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন বলে জানা যায়। পরিবারের দাবি, মায়ের সঙ্গে শেষবার কথা বলার কিছুক্ষণের মধ্যেই মারিয়ার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে সর্বত্র খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।
মারিয়ার পরিবার এখন চরম উদ্বেগ আর আতঙ্কে দিন কাটাচ্ছে। নিখোঁজ হওয়ার পর থেকেই আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে শহরের বিভিন্ন এলাকায় খোঁজ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিয়েছেন তবুও কোনো সাড়া মিলছে না।
মারিয়ার মা জানান, 'আমার মেয়েটা শুধু ফোন দিয়ে জানিয়েছিলো যে- মা, বাস থেকে নেমেছি। তারপর থেকে কোনো খোঁজ খবর নাই। আমার বুক ফেটে যাচ্ছে, দ্রুত আমার মেয়ের সন্ধান চাই।'
যদি কেউ মারিয়ার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে ফরিদপুর কোতোয়ালি থানায় দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।
আজ সোমবার দুপুরে এ রিপোর্ট লেখার শেষ পর্যায়ে, নিখোঁজ শিক্ষার্থী মারিয়ার মামা মোর্তজা শফিক উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, মারিয়া'র খোঁজ পাওয়া যায়নি, তবে কিছুক্ষণ আগে জানতে পেরেছি তার সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিলো। ধারণা করছি, তার সাথেই সে পালিয়েছে। এই বিষয়টি মাথায় নিয়ে মারিয়াকে খুঁজে বের করার চেষ্টা করছে তার পরিবার বলেও জানান মোর্তজা শফিক।
নিখোঁজ শিক্ষার্থী মারিয়ার পরিবারের সদস্য রাবেয়া বেগমের করা জিডি'র পুলিশি তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) জ্যোতির্ময় মল্লিক উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আমি তো এখন নেই, ছুটিতে আছি। এ জিডি সম্পর্কে তো আমি কিছুই জানিনা। একজন নারী শিক্ষার্থী নিখোঁজের মতো স্পর্শকাতর বিষয়ের তদন্ত তো ছুটিতে থাকা ছুটিতে থাকা কোনো পুলিশ সদস্যকে দেওয়ার কথা নয়!' কোথাও কোনো ভুল হচ্ছে, হয়তো ভুলক্রমে আমার নাম দেওয়া হয়ে থাকতে পারে বলেও জানান এসআই জ্যোতির্ময় মল্লিক।
(আরআর/এসপি/অক্টোবর ০৬, ২০২৫)