বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বিসিবি সভাপতি বুলবুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে পরিচালক পদের নির্বাচনের পর অনুষ্ঠিত হয় সভাপতি নির্বাচন।
দিনের বেলায় অনুষ্ঠিত হয় পরিচালকদের ভোটগ্রহণ, আর সন্ধ্যায় নির্বাচিত পরিচালকরা সর্বসম্মতিক্রমে বুলবুলকে আবারও সভাপতি হিসেবে বেছে নেন। তার বিপক্ষে এবার আর কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসনের দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল।
(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২৫)