নড়াইলে দলিল লেখকের ওপর সন্ত্রাসী হামলা, ৯৭ হাজার টাকা ছিনতাই

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একজন দলিল লেখককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাটি ঘটে গত রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায়, সাব-রেজিস্ট্রি অফিসের সামনে।
আহত দলিল লেখকের নাম মো. তরিকুল ইসলাম (৩৬)। তার ওপর হামলার ঘটনায়
তিনি নড়াইল সদর থানায় দু'জনের নাম উল্লেখ করে এবং আরও দুইজন অজ্ঞাত হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, দলিল লেখক তরিকুল ইসলাম প্রতিদিনের মতো নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের বিপরীতে নিজের কার্যালয়ে কাজ করছিলেন। ঘটনার কয়েক দিন আগে স্থানীয় দু'ব্যক্তি আশিকুর রহমান (৩৪) ও আজিজুর রহমান (৩০) তাকে মাসিক চাঁদা দেয়ার জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু তরিকুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরবর্তীতে রবিবার বিকালে রেজিস্ট্রি অফিসসংলগ্ন এক চায়ের দোকানের সামনে তরিকুল ইসলামকে অবরুদ্ধ করে ফেলে আসামীরা। এ সময় আশিকুর রহমান সরাসরি ৫০ হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে এবং তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা দিতে বলেন।
তরিকুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আশিকুর রহমান উত্তেজিত হয়ে বলে ওঠেন, “শালাকে আজকে একা পাইছি, জানে শেষ করে দে।”এরপর সে নিজের কাছে থাকা ধারালো ছুরি বের করে তরিকুল ইসলামের মাথার ডান পাশে কোপ দেয়। ২ নম্বর আসামি আজিজুর রহমান ও দুই অজ্ঞাত সহযোগী তখন তরিকুলকে চেপে ধরে রাখে।
হামলায় তরিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু তাতেও দমে যায়নি হামলাকারীরা। আশিকুর রহমান তার ডান হাতের কনুই এবং পিঠের বাম পাশে আরও তিনটি কোপ মারেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া তরিকুল ইসলামকে আসামিরা এলোপাতাড়ি মারধর করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে তার প্যান্টের পকেটে থাকা নগদ ৯৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্হানীয়রা দ্রুত তরিকুল ইসলামকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরিকুল ইসলাম তার পরিবারের সঙ্গে পরামর্শ করে খালাতো ভাই কাজী মোস্তাইনের মাধ্যমে থানায় মামলা দায়ের করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম এ বিষয়ে বলেন, “ঘটনার পর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং–০৬, তারিখ–০৫/১০/২৫। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি এবং আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
(আরএম/এএস/অক্টোবর ০৬, ২০২৫)