যশোর প্রতিনিধি : নিয়োগবিধি সংশোধন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ ছয় দফা দাবি আদায়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

সোমবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, যশোর সদর উপজেলা শাখার কর্মীরা জানান, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ১৪তম গ্রেড প্রদান, নিয়োগবিধিতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মানববন্ধন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুই মাসের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু সে সময় পার হওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গত ৪ অক্টোবর থেকে তারা কর্মবিরতি শুরু করতে বাধ্য হয়েছেন। দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন।

(এসএএম/এএস/অক্টোবর ০৬, ২০২৫)