যশোরে বসতঘরের মেঝের মাটি খুঁড়ে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ১

যশোর প্রতিনিধি : এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব) সিপিসি-৩, যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। একইসঙ্গে তার বসতঘরের মেঝের মাটি খুঁড়ে প্লাস্টিকের বাক্সে লুকিয়ে রাখা ছয়শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।
র্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে যশোরে সরবরাহ করছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে (৬ অক্টোবর) র্যাব-৬-এর একটি আভিযানিক দল কোতয়ালী মডেল থানাধীন চোরমারা দিঘীর পশ্চিম পাড় এলাকায় জনৈক মো: গোলজার গাজী (৫২)-এর বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে গোলজার গাজীকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তার মায়ের শয়ন কক্ষের মেঝের মাটির নিচে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পুতে রাখা আছে।
তার স্বীকারোক্তি অনুযায়ী, কক্ষের মেঝে খুঁড়ে একটি প্লাস্টিকের বক্সের ভেতর তিনটি জিপারযুক্ত পলিথিনে রাখা ছয়শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার মো. সাকিব জানিয়েছে, উদ্ধারকৃত আলামতসহ আটক অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক চিহ্নিতকরণ, প্রতিরোধ এবং জনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
(এসএএম/এএস/অক্টোবর ০৬, ২০২৫)