যশোর প্রতিনিধি : নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক উগ্র হিন্দুত্ববাদী শিক্ষার্থীর পবিত্র কোরআন অবমাননা এবং পাহাড়ি সন্ত্রাসীদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের ভৈরব চত্বরে সর্বস্তরের মুসলিম জনতা এই কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সমাবেশে প্রধান স্লোগান ছিল ‘আবু সাঈদের বাংলায় ইসলাম বিদ্বেষীদের ঠাঁই নাই।’

সমাবেশ থেকে আয়োজক ‘সর্বস্তরের মুসলিম জনতা’ ও সহযোগী সংগঠন ‘আযাদী আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে সাত দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ব্ল্যাসফেমি আইন তৈরি করে এর ভিত্তিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির অভিযুক্ত শিক্ষার্থীসহ সকল ইসলামবিদ্বেষীর বিচার নিশ্চিত করা। নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামবিদ্বেষী ফ্যাকাল্টি এবং শিক্ষক-শিক্ষিকাদের অনতিবিলম্বে বহিষ্কার করা। হাদিসের উদ্ধৃতি দেওয়ার কারণে বহিষ্কৃত শিক্ষককে সম্মানে পুনর্বহাল এবং ভবিষ্যতে ইসলাম বা ধর্মীয় কারণে কোনো শিক্ষক-শিক্ষার্থীকে নিপীড়নের শিকার করা হবে না মর্মে কর্তৃপক্ষের মুচলেকা গ্রহণ করা। বিগত সময়ে ইসলামবিদ্বেষের কারণে গ্রেফতার হওয়া সকল আলেম-ওলামা ও তৌহিদী জনতাকে রাজবন্দী ঘোষণা করে বেকসুর খালাস প্রদান করা। রাষ্ট্র কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে থাকা ইসলাম বিদ্বেষ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া। এছাড়া, মিডিয়ার দ্বিচারিতা বন্ধ করার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাউল ফকিরদের নোংরামি দূর করার জন্য চুল কেটে দেওয়ার ঘটনায় মিডিয়া সরব হলেও কোরআন অবমাননার মতো স্পর্শকাতর বিষয়ে মিডিয়া চুপ রয়েছে। বিদেশী মদদে পাহাড়ি সন্ত্রাস বন্ধে কার্যকরী সকল পদক্ষেপ গ্রহণ এবং দেশের সংকটময় মুহূর্তে জনগণকে যুদ্ধের ট্রেনিং দিয়ে প্রস্তুত করার দাবিও জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আযাদী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আতাউর রহমান (বিক্রমপুরী), শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সদস্য সচিব হাফেজ রমজান আলী, যশোর কমিউনিটির প্রেসিডেন্ট ডক্টর রায়হান হাসান, মাওলানা আবির হাসান প্রমুখ।

এছাড়াও আযাদী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ, মুসলিম বঙ্গ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

(এসএএম/এএস/অক্টোবর ০৬, ২০২৫)