ঈশ্বরদীতে পদ্মানদীর নৌ-চ্যানেলে গোলাগুলিতে ২ যুবক আহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে নৌ চ্যানেলে গোলাগুলি ও বোমা বর্ষণে পদ্মানদীর তীরবর্তী সাঁড়া ৫ নং ঘাটের ক্যানালপাড়া এলাকার গুলিবিদ্ধ হয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় পদ্মানদীর তরিয়া মহলের ইজাদারের স্পীডবোর্ডেও হামলার ঘটনা ঘটে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাঁড়ার ৫ নং ঘাটের স্লুইস গেট এলাকায় এসব ঘটনা ঘটে। বোমা বাজি ও গোলাগুলির ঘটনায় পদ্মানদীর পাড়ের সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতংক।
গুলিবিদ্ধরা হলেন ওই এলাকার মো. হোসেন গাজীর ছেলে মো. নিজাম (২৬) এবং বাবলু হওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৫)। গুলিবিদ্ধ দুজনকেই আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক নাফিসা খানম জানান, একজনের বুকের বাম পাশে গুলিভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আরেকজনের বামচোখে গুলিবিদ্ধ হয়েছে। দুইজনের অবস্থায় গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির দেওয়া তথ্য মতে, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসানের মালিকানাধীন এটি এন্টারপ্রাইজ পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বছরের জন্য পদ্মানদীর সাড়াঘাট ও পাকশী হার্ডিঞ্জ ব্রিজের উত্তরপাড় পর্যন্ত তরিয়া মহলে খাজনা আদায়ের ইজারা নেয়। অন্যদিকে ঢাকা শাহজাহানপুরের শহিদবাগ এলাকার মো. হামিদ হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদারের মালিকানাধীন গ্রুপঅন সার্ভিসেস প্রাঃ লিঃ এক বছরের জন্য পদ্মানদীর গোয়ালন্দ-পাকশী (রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নৌপোর্ট পর্যন্ত) নৌ-চ্যানেল চলাচলকারী নৌযান থেকে খাজনা আদায়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবলইউটিএ) থেকে ইজারা নিয়েছে। গ্রুপঅন সার্ভিসেসের পক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সোহেল খন্দকার খাজনা আদায় করছেন।
পদ্মানদীর তরিয়া মহলের খাজনা আদায়কারী এজারাদার এটি এন্টারপ্রাইজ লিঃ মালিক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসান জানান, সোহেল খন্দকারের লোকজন তাদের সীমানা অতিক্রম করে অবৈধভাবে তরিয়া মহলে এসে খাজনা আদায় করছে। ঘটনার সময় সোহেল খন্দকারের লোকজন তার লোকজনের উপর গুলি ও বোমা বর্ষণ করে। হামলাকারীরা তরিয়া মহলের খাজনা আদায়ের নগদ ৩০-৩৫ হাজার টাকাসহ তাদের একটি স্পীডবোর্ড ও একটি নৌকা ছিনিয়ে নিয়ে গেছে।
নৌ-চ্যানেলের খাজনা আদায়কারী গ্রুপঅন সার্ভিসেস প্রাঃ লিঃ সহকারী পরিচালক সোহেল খন্দকার জানান, গত তিনদিন ধরে এটি এন্টারপ্রাইজ লিঃ লোকজন পদ্মানদীতে তাদের সীমানায় খাজনা আদায় করে আসছিল। বারবার প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু কোনরূপ সহযোগিতা না পাওয়ায় আজ এই রক্ষক্ষয়ী ঘটনা ঘটেছে।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, নৌ পুলিশ গোলাগুলির ঘটনার সাড়ে তিন ঘন্টা পরে এসে নামমাত্র দায়িত্ব পালন করে চলে যান। তাদের গাফিলতির কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গুলি বর্ষণের ঘটনায় দু'জন সাধারণ যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনার পর থেকে নদীতে নৌ-পুলিশী টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
(এসকেকে/এএস/অক্টোবর ০৭, ২০২৫)