মহম্মদপুর প্রতিনিধি : প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
ইতিমধ্যে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মাসুদ রানার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিকবৃন্দ, বন্ধু-স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। সবাই মহান সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

(বিএস/এসপি/অক্টোবর ০৭, ২০২৫)