কানাইপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় সোহান মোল্যা (২৫) ও রাতুল হোসেন (১৮) নামে দুই মটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ আসপাতালে পাঠিয়েছে করিমপুর হাইওয়ে থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকালের দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুরের করিমপুর হাইওয়ে থানার নিকটবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গাজী পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক মারাত্মকভাবে আহত হন। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ঘাতক বাসের চাকার নীচে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, ঘাতক বাসটিক আটক করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, দুর্ঘটনায় খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহযোগিতার আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসটিকে করিমপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক, হেলপার পালিয়ে যাওয়া ওই বাসের যাত্রীদের মালামাল হস্তান্তরের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে বিশেষ ব্যাবস্থাপনার বাস মালিকের এক স্বজনের মাধ্যমে তাদের মালমালগুলো হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনায় বাসের যাত্রীদের কোনো প্রকার তেমন কোনো ক্ষতি হয়নি।
করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ দুর্ঘটনায় আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার ফুরাদ মোল্যার ছেলে সোহান মোল্যা (২৫) এবং ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া এলাকার মো. এনায়েত হোসেনের ছেলে রাতুল হোসেন (১৮)।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে করিমপুর হাইওয়ে থানা পুলিশ।
(আরআর/এসপি/অক্টোবর ০৭, ২০২৫)