সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রত্যয়োদ্দীপ্ত প্রতিপাদ্যকে ধারণ করে আজ মঙ্গলবার সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে এদিন সকালে সাতক্ষীরার আকাশে যেন ভেসে বেড়াচ্ছিল এক গভীর মমতার সুর। শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে শতাধিক প্রবীণ, সমাজসেবক ও নাগরিকেরা যখন একসাথে বর্ণাঢ্য র্যালিতে অংশ নিলেন, তখন মনে হচ্ছিল—এ শুধু একটি দিবস নয়, এটি সম্মান, কৃতজ্ঞতা আর মানবিকতার এক উজ্জ্বল উৎসব।
৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে মিলিত হয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায়। সেখানে প্রবীণদের মুখে ছিল সময়ের ছাপ, কিন্তু চোখে ছিল জীবনের উজ্জ্বল আলো—অভিজ্ঞতার দীপ্তি, ভালোবাসার গভীরতা।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের ইতিহাস, অভিজ্ঞতা ও মূল্যবোধের জীবন্ত পাঠশালা। আজকের তরুণেরা যে উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখে, তার ভিত্তি রচিত হয়েছে এই প্রবীণ প্রজন্মের ত্যাগ ও শ্রমে। তারা আমাদের শেকড়, তারা আমাদের অতীতের আলো, যে আলোয় ভবিষ্যৎ আলোকিত হয়।
র্যালির সারিতে প্রবীণদের বয়সের ভারে নুয়ে পড়া পা, কিন্তু মুখে ছিল পরিতৃপ্তির হাসি। কেউ হাতে ধরে ছিলেন লাঠি, কেউ বা সাদা পোশাকে পরিপাটি হয়ে এসেছেন। পাশে ছিল তরুণেরা—সম্মান আর ভালোবাসায় তাদের পাশে হেঁটে। এক মধুর প্রজন্মবন্ধনের চিত্র ফুটে উঠেছিল সাতক্ষীরার এই আলো ঝলমলে সকালে।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এবিএম জালাল উদ্দীন, ডা. সুশান্ত ঘোষসহ অনেকেই বলেন, “আমরা হয়তো বয়সে বড়, কিন্তু ভালোবাসায় আজও তরুণ।” তাঁদের কণ্ঠে ছিল জীবনের দীর্ঘ যাত্রার সুর, আর উপস্থিত সবার চোখে জল টলমল করছিল শ্রদ্ধায় ও আবেগে।
দিবসটি শুধু প্রবীণদের নয়—এটি স্মরণ করিয়ে দেয় মানবতার চিরন্তন পাঠ। যারা একদিন আমাদের জন্য পৃথিবী সাজিয়েছেন, তাঁদের প্রাপ্য সম্মান ও যত্ন দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সময়ের স্রোতে বয়সের চুলে যেমন রূপালি রঙ লাগে, তেমনি তাঁদের জীবনে যেন না লাগে একাকিত্বের ছায়া—এই বার্তাই যেন ছড়িয়ে দেয় সাতক্ষীরার রৌদ্রভেজা এই প্রভাত।
(আরকে/এসপি/অক্টোবর ০৭, ২০২৫)