‘বিড়াল-কুকুরের জায়গা আছে, বাবা-মায়ের নেই’

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম আধুনিক সমাজে প্রবীণদের প্রতি অবহেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, "দুঃখজনক হলেও সত্য, বাড়িতে বিড়ালের জায়গা আছে, কুকুরের জায়গা আছে কিন্তু বাবা-মায়ের জায়গা নেই।"
আজ মঙ্গলবার সকালে "একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে" এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন চত্বরে বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, "আমরা যতই বলি না কেন বাস্তবতা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আগে ছিলো বড় বাড়ি এখন আস্তে আস্তে বাড়ি ছোট হচ্ছে। যশোরে দিন দিন কুকুর-বিড়ালের দোকান বাড়ছে। তাদের পিছনে অনেক খরচ হয়।"
তিনি আরও বলেন, "একটা বিড়াল-কুকুর পোষার খরচে একজন বয়স্ক মানুষকে ভালো রাখা যায়। বৃদ্ধরা হলো নিয়ামত, বৃদ্ধরা হলো রহমত।"
আধুনিকতার নামে বর্তমান সমাজে বৃদ্ধদের দূরে রাখার সমালোচনা করে তিনি বলেন, "খুব বেশি প্রয়োজন জয় না বৃদ্ধ মানুষদের। তারা শক্ত ভাত, মাংস খেতে পারে না। বাচ্চার খাবারের একটা অংশ তাদের দিলে হয়।"
জেলা প্রশাসক সন্তানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বৃদ্ধ মানুষদের দোয়া যে কত কাজে লাগে তা বুঝলে সন্তান তার বাবা-মায়ের জন্য সব ব্যয় করে দিতেন। সম্মান সব জায়গায় আছে আমরা দিতে পারি না, নিতে পারি না।"
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) রাজিবুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রবীণ হিতৈষী সংঘের সহ সভাপতি নাজমুস হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক আতাহার ইসলাম, এডাবের সহ সভাপতি শাহজাহান নান্নু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার সেলিম রেজা।
(এসএ/এসপি/অক্টোবর ০৭, ২০২৫)