ভারতীয় ক্রিকেটারকে বক্সিংয়ের চ্যালেঞ্জ পাকিস্তানি স্পিনারের

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ ভারতের সাবেক ব্যাটার শিখর ধাওয়ানকে বক্সিং ম্যাচে লড়ার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আবরারকে ধাওয়ানের বিরুদ্ধে এমন মন্তব্য করতে দেখা যায়, যদিও মন্তব্যটি তিনি করেছিলেন কয়েক মাস আগে।
এশিয়া কাপে আবরারের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না, তিনি মাত্র ছয়টি উইকেট পেয়েছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে প্রশ্ন করা হয়েছিল, কোন খেলোয়াড়কে তিনি সহ্য করতে পারেন না এবং বক্সিং রিংয়ে তার মুখোমুখি হতে চান। জবাবে আবরার বলেন, ‘আমি বক্সিং করতে চাই এবং আমার সামনে শিখর ধাওয়ানকে চাই। ’
উল্লেখ্য, আবরার এই মন্তব্যটি করেছিলেন ২০২৫ সালের জুন মাসে, পাকিস্তানের বিখ্যাত টিভি সঞ্চালিকা সারা বালোচের সঙ্গে এক সাক্ষাৎকারে।
এদিকে, আবরার আহমেদ গত সপ্তাহে করাচিতে বিয়ে করেছেন। সোমবার (৬ অক্টোবর) তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি, টেস্ট অধিনায়ক শান মাসুদ, ফাস্ট বোলার শাহিন আফ্রিদি এবং অন্যান্য বিশিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৭ বছর বয়সী আবরার ব্যক্তিগতভাবে অতিথিদের বরণ করে নেন এবং তাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১৭ সালে করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক এবং ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যাপ অর্জন করা আবরার আহমেদ আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য লাহোরে জাতীয় দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের জন্য পাকিস্তান দলে ফিরেছেন সিনিয়র ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। আগামী ১২ অক্টোবর থেকে এই সিরিজ শুরু হবে। সাম্প্রতিক এশিয়া কাপে এই দুই খেলোয়াড় বিশ্রামে থাকলেও শান মাসুদের নেতৃত্বাধীন দলে তারা পুনরায় যোগ দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলী, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলী, রোহেল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।
(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৫)