মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : "আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় কন্যাশিশু দিবস- ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ নেওয়াজ বেগম, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও সংগঠনের কন্যাশিশু সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু।

(এসআই/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)