সাতক্ষীরায় সুপারি গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুপারি গাছ থেকে পড়ে বৈদ্যনাথ দেবনাথ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুলিশ সাতক্ষীরার তালা উপজেলার সুজন শাহ গ্রামের সুব্রত নন্দীর সুপারী বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে। বৈদ্যনাথ দেবনাথ (৭৩) তালা উপজেলার মৃত গোপাল দেবনাথের ছেলে।
সুজনশাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক জয়ন্তী দেবনাথ জানান, তার স্বামী তেঁতুলিয়া বাজারে আজিজুল মোড়লের পাটের আড়তে মোহরার হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি বাড়ি ফিরে গোয়াল পরিষ্কার করে গরুর খাবার দেন। রাত ১০টার দিকে তিনি ভাত খাওয়ার জন্য ডাকলে স্বামী বৈদ্যনাথকে আর খুঁজে পাননি। বিষয়টি তিনি তার মেয়ে খুলনা জেলার খর্ণিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুমিত্রা দেবনাথ ও ছেলে পাটকেলঘাটার একটি কোচিং সেন্টারের পরিচালক সৌমিত্র দেবনাথকে অবহিত করেন। রাতভর অনুসন্ধান করেও স্বামীর লাশ পাননি তিনি। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় গরু ব্যবসায়ি আব্দুলের স্ত্রী ফাহিমা খাতুন একই এলাকার সুব্রত নন্দীর বাগানে সুপারি খুঁটতে এসে বৈদ্যনাথকে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে খবর দেন। তার মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। পরে পুলিশ এসে বৈদ্যনাথের লাশ উদ্ধার করে।
স্থানীয় ফাহিমা খাতুন, রমেশ নন্দীসহ কয়েকজন জানান, বৈদ্যনাথ দেবনাথের সামাজিক সম্মান ছিল না। সুব্রত নন্দী ও বৈদ্যনাথ দেবনাথের বাড়ি পাশাপাশি। বৈদ্যনাথের পিঠের দিকে লুঙ্গির সাথে একটি কাস্তে গোজা ও পায়ে গাছে ওঠার ফাঁসি ছিল। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে সুব্রত নন্দীর গাছ থেকে সুপারী পাড়তে যেয়ে নীচে পড়ে যান তিনি। এতে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দীন জানান, তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার ও তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বৈদ্যনাথের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পেলে মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব নয়।
(আরকে/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)