ইলিশ আহরণে বিরত রাখতে জেলেদের মাঝে চাউল বিতরণ

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৪৩০ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে এ চাল বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ: দা:) খোন্দকার আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো: জাহাঙ্গীর হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সবজি হোসেন প্রমুখ।
জেলেদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরণসহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এ সময় সকল জেলেরা এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান। সেই সাথে নদীতে সরকারী আদেশ অমান্য করে যদি কেউ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে তাহলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেন তিনি।
(একে/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)