মহম্মদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মহম্মদপুর প্রতিনিধি : “আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা মিনি কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো এবং সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মোঃ রেজাউল হক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও যুবদল নেতা খাইরুল ইসলাম।
আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাবিয়া সুলতানা ও তাসরিন আহম্মেদ ইরা।
বক্তারা বলেন, কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা ও আত্মনির্ভরতা নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। তারা কন্যাশিশুদের স্বপ্ন পূরণে পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকার উপর জোর দেন।
সভা শেষে উপস্থিত সবাই কন্যাশিশুর অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)