রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাঙালি হিন্দু পরিবারের অধিষ্ঠাত্রী আরাধ্য দেবী কোজাগরী লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। দেবী স্বর্গে স্বর্গলক্ষ্মী। রাজগৃহে রাজলক্ষ্মী। গৃহে তিনি গৃহলক্ষ্মী। পূর্ণিমার চাঁদের আলোয় যখন চারিদিক আলোকিত হয়ে অন্ধকার দূরীভূত হয়, তখন উলু, শঙ্খধ্বনিসহকারে প্রতিটি বাঙালি হিন্দু পরিবারের গৃহে গৃহে স্ব-স্ব রূপিণীতে 'মা লক্ষ্মীর' পূজা অনুষ্ঠিত হয়।

"জেলেখালী ভাই ভাই সংঘ” এর ২০ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে "জেলেখালী ভাই ভাই সংঘ" এর আয়োজনে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

"জেলেখালী ভাই ভাই সংঘ" এর মাঠ প্রাঙ্গনে উক্ত ২ দিন ব্যাপী অনুষ্ঠান ০৬ অক্টোবর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং ৭ অক্টোবর ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। ২য় দিনে দুপুর ২টায় গীতা পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় ভাগবত পাঠ করেন শ্রীমতি রাই কিশোরী দাসী ও রাত ৯ টায় রামায়ণ আলোচনা করেন কীর্তনীয়া সোমা সরকার।

জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) এর সভাপতিত্বে সোমবার (০৬ অক্টোবর) কোজাগরী লক্ষ্মী পূজার পরে জেলেখালী ভাই ভাই সংঘের ২০ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সিগঞ্জ কলেজের প্রভাষক ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আশেক-ই-এলাহী মুন্না, শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোছাঃ নূরজাহান পারভীন ঝর্ণা।

২য় দিনে ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মোঃ আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক রাজ্জাক সরদার, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, মডান ক্লিনিকের পরিচালক তপন কুমার বিশ্বাস প্রমুখ।

অন্যান্যদের মধ্যে সাংবাদিক সুলতান শাহজাহান, কাঁচড়াহাটী ডি,কে,বি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার মন্ডল, জেলেখালি ভাই ভাই সংঘের সিনিয়র সহ-সভাপতি ভুবন পরমান্য, সাধারণ সম্পাদক সাধন কুমার পরমান্য, সাংগঠনিক সম্পাদক সুদর্শন কুমার বাপ্পি সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)