একে আজাদ, রাজবাড়ী : ‌‌‌‌‌‌‌‌আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজবাড়ীর পাংশায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোছা: সাইফুন্নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

এ ছাড়াও বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী প্রোগ্রামর অফিসার সুমি বিশ্বাস, শিক্ষার্থী সিনিগ্ধা বিশ্বাস,হিরা খাতুন, সুর্বণা লতা দাস প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়। কন্যা শিশুকে সঠিকভাবে লালন-পালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে পারবে। শিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। কন্যা শিশু প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অবিচার থেকে কন্যা শিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীলদের নিতে হবে।

(একে/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)