আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গরু চোর ধাওয়া করতে গিয়ে চোর চক্রের পিকাপের চাঁপায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল চালক শ্রমিক দল নেতা নিহত ও আরো দু ইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকার সোনার বাংলা নামকস্থানে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন-নিহত সাগর মোল্লা (২৫) উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের সাকরাল গ্রামের জাহাঙ্গীর মোল্লা ছেলে। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন-একই এলাকার কাওসার হাওলাদার ও নাইম হাওলাদার।

পুলিশ জানিয়েছেন, মহাসড়ক সংলগ্ন উজিরপুর উপজেলার পশ্চিম মুন্ডপাশা গ্রামের আনিস হাওলাদারের গরুর ঘর থেকে সংঘবদ্ধ গরু চোরের দল হানা দিয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে একটি গাভি চুরি করে পিকআপযোগে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে। এসময় একটি মোটরসাইকেল নিয়ে সাগর মোল্লা, নাইম হাওলাদার ও কাওসার হাওলাদার পিকাপ গাড়িকে ধাওয়া করে। একপর্যায়ে পিকাপ গাড়িটি মোটরসাইকেলকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাগর হাওলাদার নিহত ও অপর আরোহী দুইজন গুরুতর আহত হয়।

(টিবি/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)