ঈশ্বরগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন
বেহাল রাস্তার কারণে ঈশ্বরগঞ্জ হাসপাতালে রোগী উপস্থিতি অর্ধেকে নেমেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় হতে আঠারবাড়ী আঞ্চলিক সড়কে নয়শিমুল পর্যন্ত ৩ কি.মি. রাস্তার নির্মাণ কাজ গত ৫ বছরেও শেষ না হওয়ায় যানবাহন চলাচলসহ এলাকাবাসী পড়েছে চরম দুর্ভোগে। এছাড়াও ঈশ্বরগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের নিরাপদ যাতায়ত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসাইন জানান, রাস্তার বেহাল অবস্থার কারনে হাসপাতালে রোগীর উপস্থিতির হার কমেছে শতকরা ৩৫ ভাগ। আগে প্রতিদিন গড়ে ৫ শতাধিক রোগী হাসপাতালে চিতিৎসা সেবা নিতে আসতো। রাস্তার বর্তমান দুরাবস্থার কারনে রোগীর উপস্থিতির সংখ্যা কমে ৩ শতাধিকে দাঁড়িয়েছে।
ঈশ্বরগঞ্জ সওজ সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিমি সড়কের নির্মাণ কাজ শুরু করে তাহের ব্রাদার্স ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতোমধ্যে রাস্তার ১২কিমি কাজ সম্পন্ন হলেও ঈশ্বরগঞ্জ চৌরাস্তার মোড় হতে নয়শিমুল পর্যন্ত ২ কিমি. এবং সোহাগী বাজার রেল ক্রসিং হতে বগাপুতা পর্য়ন্ত ১ কিমি. রাস্তার নির্মাণ কাজ গত ৪ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ৩ কিমি. রাস্তায় অসংখ্য খানাখন্দে রুপান্তরিত হয়ে চলাচলের সম্পূণ অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার এই দুরাবস্থা নিরসনের দাবীতে বুধবার সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ী আঞ্চলিক সড়কে স্থানীয় এলাকাবাসী পরিবহন শ্রমিক শিক্ষার্থী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে অবিলম্বে দূরপাল্লার যানবাহন ও হাসপাতালে রোগীদের নিরাপদ যাতায়াত ও জনদূর্ভোগ লাঘবের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন বলেন, ঈশ্বরগঞ্জ মোড় হতে হাসপাতাল পর্যন্ত রাস্তাটি এতই বেহাল যে একজন রোগী নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এই বেহাল রাস্তার কথা শুনে কোন পরিবহন রোগী নিয়ে হাসপাতালে যেতে চায় না। আগামী ৭ দিনের মধ্যে নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অন্যথায় সড়কপথে বৃহত্তর আন্দোলন ঘরে তোলা হবে।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম-আহবায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, এই সড়কের ভূমি অধিগ্রহণের ৮ ধারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহ খানেকের মাঝে রাস্তার নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করছি।
(এন/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)