আলোকচিত্রী ড.শহিদুল আলম আটক, প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দেওয়া খ্যাতিমান লেখক, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড.শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।তার এই আটকাদেশের প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয। ‘কলমের সৈনিক সংসদ’-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নাট্যকার ও গবেষক কবি সালাহ্উদ্দীন আহমেদ মিলটন।সভাটি সঞ্চালনা করেন কবি মতিউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক মো. নিজাম উদ্দিন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কবি মো.শহীদুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল শিকদার,ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ও ইব্রাহিম সরদার শাকিলসহ অন্যরা।
(বিএসআর/এএস/অক্টোবর ০৯, ২০২৫)