শিতাংশু গুহ


কলকাতার একটি পূজা মণ্ডপে ড: ইউনুস-কে ‘অসুর’ বানিয়েছে। কাজটি ভাল হয়নি, এটি অনুচিত। ধর্ম উপদেষ্টা এর নিন্দা করে বলেছেন, এটি অসম্মানের। ‘অসুর’ ও ‘অসুরের দাড়ি’ নিয়ে এবার পূজায় যথেষ্ট কথাবার্তা হয়েছে। এমনিতে ‘অসুর’ অর্থ ‘অসুন্দর’, কিন্তু দেবীদুর্গা কাণ্ডের মহিষাসুর এক দৈত্য। প্রাচীনকাল থেকেই দেবদেবী ও অসুর নানান রূপে প্রতিভাত হয়ে থাকেন। সময়ের সাথে সাথে অসুরের চেহারাও বিবর্তিত হয়। এনিয়ে এতকাল কোন কথা হয়নি, এবার হচ্ছে, কেন কে জানে? বাংলাদেশে এবার কোন কোন এলাকায় অসুরের দাঁড়ি ছিলো। এতে সরকার ক্ষেপেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দুর্গাপূজায় প্রায় ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর মাধ্যমে ফ্যাসিষ্ট ও তাঁদের সহযোগীরা দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছে। এনিয়ে তদন্ত চলছে। প্রশাসন জয়পুরহাট ও অন্যান্য ক’টি জায়গায় অসুরের দাড়ি কেটে দিয়েছেন। অনেক জায়গায় অসুরের দাড়ি কিয়দংশ কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছে, বা কমিটি’র লোকজনকে তা করতে বাধ্য করা হয়েছে। যীশু, নানক, মোজেস সবারই তো কমবেশি দাড়ি ছিলো। মুনি-ঋষি, রবীন্দ্রনাথ, ব্যর্থপ্রেমিক, কবি-সাহিত্যিক কত লোকেরই তো দাড়ি ছিলো বা আছে, কিন্তু সরকারের লাগলো কোথায়?

অসুরের দাড়িকাটা নিয়ে হিন্দুরা চিন্তিত, কারণ এবার অসুরের দাড়ি কাটতে হয়েছে, সামনের বছর হয়তো খৎনার দাবি উঠবে, অথবা দেবীদুর্গাকে হিজাব পড়াতে হবে, কেজানে? সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, অসুরের দাড়ি কাটা নিয়ে দেশের ‘ছাগলগুলো’ বেশ চিন্তিত, কবে না প্রশাসন এদের দাড়ি কাটতে মাঠে নেমে পরে! অসুরের দাড়ির সাথে কি কোন উপদেষ্টার দাড়ির মিল ছিলো? অসুরের শুধু ‘মোছ’ থাকলে হয়তো এঁরা কোন অধ্যাপক উপদেষ্টার সাথে মিল খুঁজতেন, আর ক্লিনসেভ হলে তো কথাই নাই? সরকারের উচিত অসুরের দাঁড়ি বা দাঁড়ি বিষয়ক একজন উপদেষ্টা নিয়োগ দেয়া।

দাড়িওয়ালা অসুর যেমন আছে, মোচওয়ালা অসুরও আছে, ক্লিনসেভ অসুরের কোন অভাব নেই। আবার বাচ্চা অসুর, বুড়া অসুর, পুরুষ-নারী অসুর সবই আছে, আমাদের সমাজে আছে, সরকারে আছে, সর্বত্র এদের দেখতে পাওয়া যায়। তবে দাড়ি-মোছ, নারী-পুরুষে অসুর চেনা যায়না, অসুর চিনতে হয় এর কর্ম দিয়ে, যেমন ‘রাবন’। বাংলায় একটি প্রবাদ আছে, ‘যে যায় লঙ্কা সে হয় রাবন’। এর মানে এই নয় যে, এখন যারা ক্ষমতায় তারা রাবন বা অসুরের গোষ্ঠী? সদ্য কুরআনে লাথি মেরে গ্রেফতার হওয়া অপূর্ব আহমদেরও দাঁড়ি আছে! তাই তো বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা এমনি এমনি ক্ষেপে যাননি, ‘ডাল মে কুচ কালা হ্যায়’?

লেখক : আমেরিকা প্রবাসী।