বিশ্ব ডাক দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বিশ্ব ডাক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
ফরিদপুর ডাক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তাহমিনা মমতাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসাইন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ জেলা প্রশাসন ও ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাক ভবনে এসে শেষ হয়। পরে বিশ্ব ডাক দিবসের তাৎপর্য ও আধুনিক ডাক সেবার সম্প্রসারণ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ডিজিটাল যুগেও ডাক বিভাগ জনগণের আস্থা ও সেবার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডাক সেবা আরও গতিশীল ও সহজলভ্য করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
(ডিসি/এসপি/অক্টোবর ০৯, ২০২৫)