সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার লোকালয় থেকে একটি কুমিরের ছানা উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় নিয়োজিত ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা ম্যানগ্রোভ এই সংলগ্ন শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের খাল থেকে দুই ফুট লম্বা কুমির ছানাটি উদ্ধার করে। দুপুরে কুমির ছানাটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় তেরাবেকা খালে অবমুক্ত করা হয়েছে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম হাওলাদার জানান, স্থানীয় জেলে শাহীন ফরাজী সকালে তেরাবেকা খালে মাছ ধরতে গেলে তার জালে একটি কুমিরের ছানাটি আটকা পড়ে। তারপরে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে দুই ফিট লম্বা কুমিরের ছানাটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে দুই মাস বয়সী এই ছানাটি সুন্দরবন থেকে জোয়ারের পানিতে ভেসে লোকালয়ের খালে ঢুকে মাছ ধরার জালে আটকা পড়ে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, লোকালয়ের খালে মাছ ধরার জালে আটকা পড়া কুমির ছানাটি উদ্ধার করে দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় তেরাবেকা খালে অবমুক্ত করা হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ০৯, ২০২৫)