আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

যশোর প্রতিনিধি : ‘আপনার চোখকে ভালবাসুন’ প্রতিপাদ্যে যশোরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহরের পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হাসপাতাল প্রাঙ্গনে র্যালি বের করা হয়। র্যালিটি মেডিকেল কলেজ চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা অংশ গ্রহণ করেন। এরপর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম খান, সহকারি অধ্যাপক ডা. আশফাক রহমান খান ও সাইটসেভার্স এর যশোর জেলা কো-অর্ডিনেটর আল মামুন।
দেশে বর্তমানে ১০ লাখ অন্ধ মানুষ আছে উল্লেখ করে বক্তারা বলেন, মানুষের শরীরে চোখ এমন একটি অমূল্য উপাদান যা হারিয়ে গেলে আমরা বুঝতে পারি জীবনটা কত দুর্বিসহ। গ্রামাঞ্চলে ধান মাড়ায়ের সময় অসংখ্য মানুষ চোখে ধানের আঘাত পান। চোখের ক্ষতি থেকে রক্ষায় চশমা ব্যবহারের তাগিদসহ চোখের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের জিএম রবিউল হক।
অনুষ্ঠানে চক্ষু বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাইটসেভার্সের সহযোগিতায় আদ্-দ্বীন আই কেয়ার প্রজেক্ট অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
(এসএমএ/এএস/অক্টোবর ০৯, ২০২৫)