কলাপাড়া প্রতিনিধি : বাল্য বিবাহকে লাল কার্ড দেখান- “আজকের কিশোর কিশোরী, আগামীর আলোর দিশারী” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ‘বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আভাস আয়োজিত এই অনুষ্ঠান সভাপতিত্ব করেন আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কলাপাড়া সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে ‘ পরিবারের অসচেতনতাই বাল্যবিবাহের প্রধান কারণ’ বিষয়ের ওপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়ার এম ইউ মাধ্যমিক ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন‘ বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। কেউ বাল্যবিয়ের অনুষ্ঠানে দাওয়াতে গেলেও জরিমানার বিধান কার্যকর করা হবে। এ বিষয়ে তিনি সবাইকে সচেতন হওয়ার আহবান জানান ।

(এমকেআর/এএস/অক্টোবর ১০, ২০২৫)