‘অপূর্ব পাল নয়, আহমদ’

শিতাংশু গুহ
পিনাকী ভট্টাচার্য্য, অপু বিশ্বাস, দেব চৌধুরী, মুন্নী সাহা-এমত আরো অনেকে জীবন-যৌবন-জীবিকার তাগিদে ধর্ম পরিবর্তন করেছেন, ইসলামী নামও নিয়েছেন, কিন্তু হিন্দু নামটি রেখে দিয়েছেন। যেমন দেব চৌধুরী, তাঁর নাম আব্দুল্লাহ মোহাম্মদ, দিব্যি হিন্দু নামে চালিয়ে যাচ্ছেন। এমত যারা আছেন তারা দয়া করে আপনাদের পরিবর্তিত নামে পরিচিত হয়ে হিন্দুদের কিছুটা হলেও সহানুভূতি দেখান। কেন বলছি একথা? এ সময়ে নর্থ-সাউথ ভার্সিটি’র শিক্ষার্থী অপূর্ব পাল কুরআন অবমাননার দায়ে ছাত্রত্ব থেকে স্থায়ীভাবে বহিস্কৃত হয়েছেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে। অপূর্ব নাকি কুরআনে লাথি মেরেছেন, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে। এটি করা অন্যায় তা স্বীকার্য। হেফাজত ও অন্যান্য সংগঠন ঝাঁপিয়ে পড়েছে, ‘পাইছি’ আর এক হিন্দু! সমস্যা এখানেই, অপূর্ব হিন্দু নন।
দুই বছর আগে (২০২৩) এক মুসলিম তরুণীর প্রেমে অপূর্ব ইসলামে দীক্ষা নেন। তার নাম অপূর্ব আহমদ রাদ। বাংলাদেশে মিডিয়া সব জানে, কিন্তু সুড়সুড়ি দিয়ে ‘অপূর্ব পাল’ লিখে যাচ্ছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫ম সেমিষ্টারের ছাত্র ফেরদৌস রহমান ফরিদ কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেফতার হয়েছেন। বাংলাদেশে ইসলামের অবমাননার ভুয়া ধোঁয়া তুলে ২০১২-তে রামু থেকে ২০২৫ পর্যন্ত বহু হিন্দু সর্বশান্ত হয়েছে, বাড়িঘর পুড়েছে, নিহত হয়েছে, ধর্ষিতা হয়েছে, জেল খেটেছে, অনেকে এখনো জেলে, কেউবা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। ইসলাম ও নবীর অবমাননা শুনলে হিন্দুর গায়ে জ্বর আসে, এই বুঝি বাড়ীঘর পুড়লো? তাই বলছিলাম, হিন্দু নাম ছাড়েন, আরবী নামে পরিচিত হন।
প্রশ্ন জাগে, কেন শুধু ইসলাম অবমাননা হয়? অন্য ধর্মের অবমাননা হয়না? শুনেছেন কি কখনো যে, বাইবেল বা গীতা বা ত্রিপিটক অবমাননার দায়ে কোন মুসলমান গ্রেফতার হয়েছে? শুনেননি, তবে কি মুসলমানরা অন্য ধর্মের অবমাননা করেনা? ওয়াজ শুনলে বুঝবেন। কুরআনের অবমাননা অমুসলমানরা ততটা করেনা, যতটা মুসলমানরা করে! বায়তুল মোকাররমে হেফাজতের কোরআন পুড়ানোর ঘটনা তো সবার জানা। কুমিল্লায় দেবীদুর্গার চরণে কোরান রেখেছিলো ইকবাল। আসলে কোরআন বা নবীর অবমাননার অধিকাংশ ঘটনা ভুয়া, কোন বিশেষ উদ্দেশ্য একটি মহল তা ঘটিয়ে থাকে। আর এধরণের ঘটনাগুলো সবই ধর্ম নিয়ে বাড়াবাড়ি। কিন্তু কে শোনে কার কথা? বাংলাদেশে ইসলাম ধর্ম ও নবীর অবমাননার নামে অন্য ধর্মের মানুষকে হয়রানি বন্ধ হওয়াটা দরকার।
লেখক : আমেরিকা প্রবাসী।