মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা মালোপাড়ায় চার শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে পানিঘাটা মালোপাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই যোগদান অনুষ্ঠান।

মন্দির কমিটির সভাপতি অরুণ কুমার সরকার (হারু)-এর নেতৃত্বে এই চার শতাধিক মানুষ বিএনপিতে যোগ দেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, রবিউল ইসলাম নয়নের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নারীরা উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানস্থল “আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতিয়ে নেব"-এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এ বিষয়ে অরুণ কুমার সরকার হারু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে আমার এলাকার চার শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগদান করেছেন। আমরা বিশ্বাস করি, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপদ আশ্রয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, রবিউল ইসলাম নয়ন।

সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি সভাপতি তাসের ফকিরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদলের অন্যতম নেতা শেখ শাহানুর আলম। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/অক্টোবর ১০, ২০২৫)