ফরিদপুরে ভেজাল মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড, জরিমানা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার বাইতুল আমান বাজারে ভেজাল মাংস বিক্রির অপরাধে সোহাগ (২৮) নামের এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালের দিকে সাধারণ জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, সোহাগ অনুমোদনহীনভাবে গরু জবাই করে রঙ মিশিয়ে ভেজাল মাংস বিক্রি করছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় তাকে উক্ত দণ্ড প্রদান করা হয়।
এ সময় প্রায় ২৫ কেজি ভেজাল মাংস জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়। অভিযানে বাজার কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে এমন অভিযান চলমান থাকবে।
(ডিসি/এসপি/অক্টোবর ১০, ২০২৫)