সাভারে চার মণ ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে চার মণের বেশি ওজনের (১৬৫ কেজি) একটি পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মূর্তিটি কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থাকার গোয়ালমারী এলাকার বাসিন্দা।
দুপুরের এক সাংবাদিক সম্মেলনে সাভার মডেল থানার পুলিশ জানায়, মূর্তিটি বিদেশে পাঁচারের উদ্দেশে প্রস্তুত করা হচ্ছিলো। এমন গোপন খবরে ওই এলাকায় অভিযান চালিয়ে ফ্রিজের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় পাচারের সঙ্গে জড়িত দেলোয়ারকে আটক ও পরে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
(টিজি/এসপি/অক্টোবর ১০, ২০২৫)