দিলীপ চন্দ, ফরিদপুর : মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগকে স্মরণ ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে “১৯৭১ আমরা শহীদ পরিবার ও শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি” ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম লাল মিয়া, যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাজ্জাদুল হক সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার। সভায় সভাপতিত্ব করেন শহীদ পরিবারের সদস্য অশোক কুমার রাহুত বাপন।

এছাড়াও বক্তব্য রাখেন সমর কান্তি ভৌমিক, প্রদীপ কুমার মল্লিক, বীরাঙ্গনা চারুবালা, পরিতোষ সাহা গজেন, পূর্ণচন্দ্র বিশ্বাস, সাব্বির হোসেন চৌধুরীসহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, “মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাঁদের পরিবারের সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করা ও সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”

সভায় বক্তারা শহীদ পরিবারের সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ১০, ২০২৫)