রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মোটর মেরামত করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর দুটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম মনিরুল ইসলাম (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কবচরা গ্রামের মোকছেদ গাজীর ছেলে ও বর্তমানে দেবনগরের বাসিন্দা।

বকচরা গ্রামের হাফিজুর রহমান জানান, তার চাচা মনিরুল ইসলাম লাবসা ইউনিয়নের দেবনগরের বাড়িতে শুক্রবার দুপুর দুটোর দিকে খাটের তলায় রাখা মোটর মেরামত করছিলেন। এ সময় ছিদ্রযুক্ত তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারুফ আক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মারুফ আক্তার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মনিরুলের মৃত্যু হয়েছে।

(আরকে/এসপি/অক্টোবর ১০, ২০২৫)