বাগেরহাটে নিহত সাংবাদিক হায়াতের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে নিহত সাংবাদিক ও বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা প্রদান এবং এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের সকল দায়িত্ব পালনের কথা জানান বাগেরহাট-২ আসনের সাবেক এমপি বিএনপি নেতা এম এ এইচ সেলিম।
আজ শুক্রবার দুপুরে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিম দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের হাড়িখালি এলাকায় নিহত সাংবাদিক ও বাগেরহাট পৌর বিএনপি নেতা এসএম হায়াত উদ্দিনের বাড়িতে যান। নিহতের স্ত্রী, দুই মেয়ে ও মাকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমবেদনা পৌঁছে দেন। এসময়ে তিনি বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা প্রদান এবং এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের সকল দায়িত্ব পালনের কথা জানান।
পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের কবর জিয়ারত করেন জেলা বিএনপির সাবেক এই এমপি। এসময়, বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে সাবেক এমপি এম এ এইচ সেলিম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি হায়াতের পরিবারে পাশে এসেছি। তাদের পক্ষ থেকে এক লাখ টাকা প্রদান করেছি। আমি শুধু বাহক হিসেবে এখানে এসেছি। আর বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষন করেছেন। আমি সেই কথা নিহত সাংবাদিকের পরিবারকে জানিয়েছি। এসময়ে তিনি নিহত সাংবাদিক হায়াতের সকল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৬ অক্টোবর নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। পুলিশ ওই মামলায় ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) ও আরিফুল ইসলাম ওরফে আশিক (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে। এই দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে জানিয়েছে মাদক নিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রকাশ করায় তারা ক্ষুব্দ হয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যা করেছে।
(এস/এসপি/অক্টোবর ১০, ২০২৫)